
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতের ঘোষণা দেন তিনি।
দেশটির জাতির পিতা মো. আলী জিন্নাহের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দেয়া এক টুইটার পোস্টে ইমরান খান এ ঘোষণা দেন। খবর গালফ নিউজের।
তিনি পোস্টে আরও লেখেন-আমাদের উচিত সাবেক রাজনীতিবিদদের কাছ থেকে শিক্ষা নেয়া। তাদের আদর্শগুলোকে সমোজ্জ্বল রাখা। মো. আলী জিন্নাহ হিন্দু-মুসলিম ঐক্যে বিশ্বাসী ছিলেন। আমাদেরও তাই সংখ্যালঘুদের নিরাপত্তার ওপর জোর দিতে হবে।
ইমরানের এ স্ট্যাটাস ভক্তদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই তার সম্প্রীতির এ উদ্যোগকে সাধুবাদ জানান।