Home বিনোদন প্রচারণায় নামতে আগ্রহী হিরো আলমের সেই ‘নায়িকারা’

প্রচারণায় নামতে আগ্রহী হিরো আলমের সেই ‘নায়িকারা’


একাদশ সংসদ নির্বাচনে আলোচিত প্রার্থী হিরো আলম খ্যাত আশরাফুল ইসলাম আলম। বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তিনি। বর্তমানে নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন তিনি।

এর আগে বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করে আলোচনায় আসেন হিরো আলম। পরে একটি ছবিতেও অভিনয় করেছিলেন। হিরো আলম জানিয়েছেন, তার মিউজিক ভিডিওর নায়িকারা এখন নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চান।

এ বিষয়ে হিরো আলম বলেন, যেখানেই যাচ্ছি, সেখানেই হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে। আমি বের হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আরও যদি আমার হিরোইনদের (নায়িকা) মাঠে নামাই, তাহলে পরিস্থিতি আরও বেসামাল হয়ে পড়বে। তখন আর কিছুই নিয়ন্ত্রণে থাকবে না। এ কারণেই তাদের মাঠে নামতে দিচ্ছি না। তবে নায়িকারা মাঠে নামতে চাইছে। আমি প্রায় ৫০০ ভিডিও করেছি। তাহলে আমার নায়িকারাও ৫০০’র মতোই হবে।