Home ব্রেকিং আজ শেষ হচ্ছে প্রচার-প্রচারণা

আজ শেষ হচ্ছে প্রচার-প্রচারণা


একাদশ সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রচারণা কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে। নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থীরা শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত প্রচার ও সভা-সমাবেশ করার সুযোগ পেলেও আজ দিনটিই হচ্ছে তাদের জন্য প্রচারের শেষ দিন।

এদিকে সিলেট-৬ আসনে মহাজুটের প্রার্থী নুরুল ইসলাম নাহিদের পক্ষে প্রচা্র মিছিল করেছে ছাত্রলীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ। অন্যদিকে বিএনপির প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী উপর মামলা থাকার কারণে মাঠে নামতে পারেনি বি্এনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা ।

বিএনপির প্রার্থীরফয়ছল আহমদ চৌধুরীর ঘনিষ্ট সূত্রে জানা গেছে বিয়ানীবাজার পৌরশহরের নির্বাচনী শেষ মিঠিল করার কথা ছিল কিন্ত গ্রেফতার আতংকে তারা মিঠিল করতে পারেনি।

আরপিওর ৭৮(১) ধারায় বলা হয়েছে, ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে এবং ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর কোনো ব্যক্তি, প্রার্থী বা নির্বাচন সংশ্লিষ্ট প্রক্রিয়ার সঙ্গে জড়িত কেউ নির্বাচনী এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন বা এতে যোগ দিতে পারবেন না।

সে অনুযায়ী, ২৮ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত যে কোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল এবং শোভাযাত্রা করা যাবে না।

প্রসঙ্গত, সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৮৯৭ জন। আগামী ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।