Home জাতীয় গুজবের সত্যতা যাচাইয়ে ৯৯৯ নম্বরে ফোন

গুজবের সত্যতা যাচাইয়ে ৯৯৯ নম্বরে ফোন

SHARE

নির্বাচনকে সামনে রেখে গুজবে কান না দিয়ে সত্যতা যাচাইয়ে জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯ এ সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর থেকে এই পরামর্শ দেওয়া হয়েছে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের সময়ে গুজব থেকে বিরত থাকতে এবং গুজব সম্পর্কে সঠিত তথ্য জানতে বাংলাদেশ পুলিশ এই ‘বিশেষ উদ্যোগ’ নিয়েছে।

এরই ধারাবাহীকতায় কোনো গুজবে বিভ্রান্তি না হয়ে ৯৯৯ এ যোগাযোগের পাশপাশি গুজবকারীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে সেখানে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল বিভিন্ন মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করেআইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে।’

আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এ উপলক্ষে ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছিলো সরকার ও বিরোধী- উভয় শিবির থেকে।

এর আগে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে ইতোমধ্যে বাংলাদেশের ৩০টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ফেইসবুক ও টুইটার কর্তৃপক্ষ।

নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি সংবাদ মাধ্যমের ওয়েবসাইটের আদলে একই রকম দেখতে নকল পোর্টাল চালু করে সেখান থেকে ফেইক নিউজ ছড়ায়। এ অভিযোগে সম্প্রতি র‌্যাবের হাতে গ্রেফতারও হয়েছিল বেশ কয়েকজন।

বাংলাদেশ সেনাবাহিনী এবং বাহিনীর বিভিন্ন সংস্থার নামে ‘ভুয়া ওয়েবসাইট, ফেইসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল’ খুলে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দুদিন আগে সবাইকে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

নির্বাচনকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে নির্বাচন কমিশনের আট সদস্যের একটি মনিটরিং টিমও কাজ করছে