
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: নির্বাচনী প্রচার চলাকালে ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রফতার করা হয়েছে।
বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান সবুজ, শুভঢ্যা ইউনিয়ন যুবলীগ সদস্য মো. মামুম ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহ স্বাস্হ্য বিষয়ক সম্পাদক শরিফ মো. ফালান।
বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান বলেন, গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলার ঘটনায় হৃদয় নামের এক ব্যাক্তি মামলা দায়ের করলে আমরা তদন্ত শুরু করি। পরে ৩ জনকে গ্রেফতার করা হয়। রিমান্ড আবেদন করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
নির্বাচনী প্রচার চলাকালে মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জের চুনকুটিয়ায় মাওয়া সড়কের বেগুনবাড়ি সেতুর কাছে গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা হয়। এ হামলায় তিনিসহ তার ১০-১২ কর্মী-সমর্থক আহত হন। হামলায় গয়েশ্বর চন্দ্র রায়ের মাথা ফেটে যায়।