Home ব্রেকিং বগুড়া-৫ আসনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী এমপি হাবিবর রহমানের বিশাল শোডাউন

বগুড়া-৫ আসনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী এমপি হাবিবর রহমানের বিশাল শোডাউন


 বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ সময়ে বিশাল শোডাউন দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

বৃহস্পতিবার (২৭ডিসেম্বর) বিকেলে শহরের হাসপাতাল রোডস্থ মোজাহার আলী কোল্ডষ্টোর চত্বর থেকে প্রায় পাঁচ সহ্রাধিক মোটরসাইকেলের বহর নিয়ে শোভাযাত্রা বের করেন তিনি। শোভাযাত্রাটি পৌরশহরসহ উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা। শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন।’এ ধরনের গানে প্রচারে মখরিত হয়ে উঠে শহর, পাড়া-মহল্লা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত। এছাড়া একাধিক পথসভাও করা হয়। সভায় উন্নয়ন ধরে রাখতে ফের নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মজিবর রহমান মজনু বলেন, শেখ হাসিনার দূরদর্শী ও সফল নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। তাই উন্নয়ন আর অগ্রযাত্রা ধরে রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার বিকল্প নেই। এই পথসভায় আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান বলেন, আওয়ামীলীগ ফের ক্ষমতায় গেলে প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করা হবে। এজন্য সব ধরনের পরিকল্পনা নেয়া হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়, মানুষ শান্তিতে বসবাস করতে পারেন। তিনি তাঁর নির্বাচনী এলাকা শেরপুর-ধুনটের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছেন উল্লেখ করে এমপি হাবিবর রহমান বলেন, বিগত দশবছরে এই এলাকার উন্নয়নে যথাসাধ্য কাজ করেছি। প্রতিটি গ্রাম আলোকিত করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুতের জ¦লছে। কাঁচা রাস্তা নেই বললেই চলে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপক উন্নয়ন হয়েছে। এই শোভাযাত্রায় উপজেলা ও পৌর আওয়ামীলীসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন।