ঢাকা-৮ আসনের মহাজোট প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির
সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন, ডিসেম্বর আমাদের বিজয়ের
মাস, ডিসেম্বরের এই বিজয়ের মাসেই আমরা আমাদের স্বাধীনতা
বিরোধী অপশক্তিকে পরাজিত করে ক্ষমতায় যাবো,“বিজয়ের মাসেই হবে
আমাদের আরেক মহাবিজয়”।
আজ ২৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর মালিবাগ মোড়ে, ১২ নং ওয়ার্ড
আওয়ামীলীগ আয়োজিত পথসভায় মহাজোট মনোনিত নৌকা
প্রতীকের প্রার্থী কমরেড রাশেদ খান মেনন উপস্থিত শত শত
এলাকাবাসীর উদেশ্যে এসব কথা বলেন।
নির্বাচনে সেনা মোতায়ান প্রসঙ্গে বিএনপ্#ি৩৯;র মনোভাব বিষয়ে
তিনি আরো বলেন, ্য়ঁড়ঃ;বিএনপি সেনা মোতায়ানে নড়েচড়ে বসেছিল,
ভেবেছিল আমাদের গৌরবান্বিত সেনাবাহিনী তাদের কোন অন্যায়
আবদারে কান দিবেন। কিন্তু সেনাবাহিনী আসাতে তাদের সকল ষড়যন্ত্রই
নষ্ট হয়ে গিয়েছে। টাকা দিয়ে তাদের ভোট কেনার ষড়যন্ত্র বানচাল হয়ে
যাচ্ছে। এখন তারা উলটো নিজেরা নিজেরাই খুনাখুনি করে নির্বাচন
বানচালের নতুন ষড়যন্ত্র করছে। যতই ষড়যন্ত্র করুক, এই দেশ যেভাবে
এগিয়ে চলেছে সেভাবেই এগিয়ে যাবে। এই চলমান উন্নয়ন আর
কেউই দমিয়ে রাখতে পারবে না। আগামী ৩০ ডিসেম্বর বিজয় আমাদের
সুনিশ্চিত হবেই হবে।্য়ঁড়ঃ;
পথসভায় আরো বক্তব্য রাখেন ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি
এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন,
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, তোহিদুল
ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভা শেষে মেননের নেতৃত্বে একটি নির্বাচনী মিছিল মালিবাগ,
শান্তিনগর, মৌচাক এলাকায় গনসংযোগ করে।
উল্লেখ্য এর আগে আজ সকালে নৌকা প্রতীকের প্রার্থী মেনন
রাজধানীর বঙ্গবাজার, আনন্দবাজার হয়ে প্রেসক্লাব এলাকায় লিফলেট
বিতরন ও গনসংযোগ করেন।