বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : লিউডের প্রবীণ অভিনেতা কাদের খানের অবস্থা আশঙ্কাজনক। ভারতীয় সংবাদ মাধ্যমসূত্রে জানা গেছে, গুরুতর অবস্থায় নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
ছেলের সাথে কানাডায় বসবাসরত এই অভিনেতা শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তার অবস্থা বেগতিক দেখে হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তার অবস্থা দেখে দ্রুত নিবির পর্যবেক্ষণে রাখেন।
অন্যদিকে ৮১ বছর বয়সী এই অভিনেতার সুকিচিৎসার জন্য ডাক্তারদের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছে, কাদের খানের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে।
তিনশোর বেশি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন কাদের খান। তার অভিনীত সর্বশেষ ছবির ‘আমন কে ফারিস্তে’। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে আন্টি নাম্বার ওয়ান, কুলি নাম্বার ওয়ান, আখিওসে গোলি মারে, বেনারসী বাবু, জুড়ওয়া, ফানটুস, বাপ নম্বরি বেটা দশ নম্বরি উল্লেখযোগ্য।