
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। মৃত মফিজুর রহমান (৪৩) বিজিবি ময়মনসিংহ-৩৯ এ হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানা গেছে।
শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলা পরিষদের ভেতর বিজিবি’র অস্থায়ী ক্যাম্পে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান এ সত্যতা নিশ্চিত করে জানান, তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।