বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : চাঁদপুর-২(মতলব উত্তর-দক্ষিন) নির্বাচনী আসনে নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড. নুরুল আমীন রুহুলের পক্ষে ভোট চেয়ে গত কয়েকদিন মাঠ চষে বেড়ালেন শিল্পপতি ইসফাক আহসান।
এহসান গ্রূপের পরিচালক ও এই নির্বাচনী আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ইসফাক আহসান গত কয়েকদিন মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলায় অনেকগুলো পথসভা ও উঠান বৈঠক করেছেন। এছাড়াও গনসংযোগ করলেন অনেকস্থানে। তাঁর পথসভা, উঠান বৈঠক ও গনসংযোগকালে তিনি নৌকার পক্ষে ভোট ভিক্ষা চাইলেন।
ইসফাক আহসান নৌকা প্রতীকের ভোট চাইতে গিয়ে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টার ফলে দেশ আজ এগিয়ে গেছে অনেকখানি। শেখ হাসিনা নেতৃত্বে থাকলে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে দেখা যাবে পৃথিবীর উন্নত দেশগুলোর কাতারে। তাই এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাদেরকে অবশ্যই নৌকায় ভোট দেয়া উচিত।
বিভিন্ন পথসভায় ইসফাক আহসান আরো বলেন, আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা চাঁদপুর-২ নির্বাচনী আসনে নৌকা প্রতীক দিয়ে সাবেক ছাত্রতো ও বর্তমান ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আমীন রুহুলকে আমাদের মাঝে পাঠিয়েছেন। ওনাকে যোগ্য মনে করেছেন বলেই নৌকা প্রতীক দিয়েছেন, তাই এখন আমাদের দায়িত্ব মতলব উত্তর-দক্ষিনের উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে বিজয়ী করা। তাই আসুন, দেশের উন্নয়ন কাজে অংশ নিতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দেই।