বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামকে সমর্থন দিয়েছে বিএনপি।
শুক্রবার দুপুরে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ তথ্য জানান।
তিনি বলেন, ইতিমধ্যে আমাদের সিদ্ধান্তের খবর ঢাকা-১ আসনের বিএনপির নেতাকর্মীদের কাছে জানিয়ে দিয়েছি।
আইনি জটিলতায় নিজেদের প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় আসনটিতে স্বতন্ত্র প্রার্থীকে বেছে নিল দলটি।
এদিকে ঢাকা-১ আসনের পাশাপাশি জয়পুরহাট-১ ও বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থীকেও সমর্থন দিয়েছে বিএনপি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ঢাকা-১ আসন ছাড়াও জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলেয়া বেগম এবং বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে বিএনপি সমর্থন জানিয়েছে।
শায়রুল কবির খান বলেন, বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থিতা বাতিল হয়ে যাওয়া অন্য ১২টি আসনেও কাকে কাকে সমর্থন দেয়া হবে সে বিষয়েও আলোচনা চলছে। আজকেই এ বিষয়ে জানানো হবে।
উল্লেখ্য, ঢাকা-১ আসনে নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে গাবতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোর্শেদ মিলটনকে মনোনয়ন দিয়েছিল বিএনপি।
কিন্তু উপজেলা চেয়ারম্যানের পদ সময়মতো না ছাড়ার কারণে তাদের মনোনয়ন বাতিল হয়ে যায়।