Home জাতীয় আ.লীগ প্রার্থীদের শেষ পর্যন্ত নির্বাচনে থাকার নির্দেশ দিলেন শেখ হাসিনা

আ.লীগ প্রার্থীদের শেষ পর্যন্ত নির্বাচনে থাকার নির্দেশ দিলেন শেখ হাসিনা

SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: আওয়ামী লীগের প্রার্থীদের শেষ পর্যন্ত নির্বাচনে থাকার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৯ ডিসেম্বর) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিএনপি-জামায়াতের হামলায় আহত দিনাজপুরের আওয়ামী লীগ নেতা ড. মাহবুবুর রহমানকে দেখতে গিয়ে এ নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, নির্বাচনের মাঝপথে ঐক্যফ্রন্ট বা বিএনপি ভোট প্রত্যাহারের ঘোষণা দিলেও আওয়ামী লীগসহ মহাজোটের প্রার্থীদের ফলাফল হাতে নিয়ে ঘরে ফিরতে হবে।

তিনি বলেন, জিতলে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আর হারলে তা নিয়ে প্রশ্ন তোলাই বিএনপির নীতি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জোট আওয়ামী লীগের ওপর হামলা চালিয়ে, নিজেরাই সবার কাছে নালিশ করে বেড়ায়।

ফের ক্ষমতায় এলে সমৃদ্ধ দেশ গড়ার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবস্থা নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।