বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আওয়ামী লীগ সন্তুষ্ট বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৯ ডিসেম্বর) নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের জেলা কার্যালয়ে সাংবাদিকদের বিফ্রিংকালে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আমরা সন্তুষ্ট। তবে নির্বাচন কমিশনের মধ্যে ভিন্ন মত থাকতে পারে। কিন্তু নির্বাচন কমিশন তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নয়।
তিনি আরও বলেন, নিরাপত্তা পরিষদে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে পাঁচ সদস্যকেই ঐকমত্যে যেতে হয়, সিদ্ধান্তে একমত হতে হয়। একজন যদি ভিন্নমত পোষণ করে তাহলে সিদ্ধান্ত আটকে যায়। সেটা নিরাপত্তা পরিষদে। কিন্তু নির্বাচন কমিশনে একজন মাত্র ভিন্ন মত পোষণ করছে কোনো কোনো ব্যাপারে, সব ব্যাপারে নয়। সেটার জন্য তো মেজরিটির যে সিদ্ধান্ত সেটা তো আটকে থাকতে পারে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে কমিশন রাইট ট্রাকে চলছে। অন্যান্য গণতান্ত্রিক দেশে যে রকম নির্বাচন হয় ঠিক সেভাবেই সরকার তার সহায়ক ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।