Home ব্রেকিং সমস্ত বাধা-বিপত্তি উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে: ফখরুল

সমস্ত বাধা-বিপত্তি উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে: ফখরুল

SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমস্ত বাধা-বিপত্তি উপেক্ষা করে বেরিয়ে আসতে হবে। কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। গণতন্ত্রকে পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে আপনাদেরকে অবশ্যই কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আমরা ১০ বছর পর নির্বাচনে এসেছি। তাদের উচিত ছিল আমাদের সাথে একটু ভাল ব্যবহার করে নির্বাচনে রাখা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তারা তা না করে সারাদেশে গ্রেফতার, হয়রানি, হুমকি-ধমকি দিয়ে একটা ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যাতে আমরা বের হয়ে যাই। কিন্তু আমরাও পণ করেছি, সহজে বের হচ্ছি না।