বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : জনগণের সাড়া না পেয়ে ঐক্যফ্রন্ট-বিএনপি সন্ত্রাস-সংষর্ষের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
তিনি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হতাহতের এবং ভোট কেন্দ্রে ও নিরাপত্তা রক্ষা বাহিনীর ওপর হামলা করার অভিযোগ করেন।
রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক।
তিনি সাংবাদিকদের বলেন, ভোট প্রদানে আওয়ামী লীগের ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন তাদের আরও শক্তিশালী করবে।
এই নেতা বলেন, বিএনপিকে প্রত্যাখান করেছে। তাদের ডাকে সাড়া দেয়নি। তাই ঐক্যফ্রন্ট, বিএনপি সন্ত্রাস-সংঘর্ষের পথ বেছে নিয়েছে।