
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে পশ্চিম মালিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় আবু সাদেক নামে এক দাখিল শিক্ষার্থী নিহত হয়েছে।
এ ঘটনায় ফিরোজ মুন্ন ও জিয়া উদ্দিন নামে আরও দুজন আহত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে।
আবু সাদেক সেখানে ভোট দেখতে গিয়েছিল বলে জানা গেছে।