Home ব্রেকিং রিজভীর সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক

রিজভীর সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক

6
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা বৈঠক করেছেন। সোমবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

নয়াপল্টন কার্যালয়ের একটি সূত্র এতথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

ওই কর্মকর্তার সঙ্গে আর কেউ ছিলেন না। তবে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আহমেদ আযম খান। বৈঠক পর জ্যাকোব নামের ওই কর্মকর্তা বের হয়ে যান।

এই বিষয়ে দুই পক্ষের কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। দুপুর ১২টার দিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওই কর্মকর্তা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে দুপুর দেড়টার দিকে সেখান থেকে বের হন।

image_pdfimage_print