Home জাতীয় শেখ হাসিনাকে অভিনন্দন নরেন্দ্র মোদির

শেখ হাসিনাকে অভিনন্দন নরেন্দ্র মোদির


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার সকালে টেলিফোনে আওয়ামী লীগ সভাপতিকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী।

প্রধনামন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৮টি আসনের (মোট ৩০০ আসন) মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছেন ২৮৮টি আসন।