Home ব্রেকিং নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বাস আর উল্লাসে ঝালকাঠিতে বই উৎসব

নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বাস আর উল্লাসে ঝালকাঠিতে বই উৎসব

6
0
SHARE

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর উল্লাসে বছরের প্রথম দিন বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের আয়োজন করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এ বছর ১ লাখ ৮২ হাজার ৩৫২ জন শিক্ষার্থীকে এ বই দেয়া হয়। জেলায় প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ও কারিগারিসহ মোট ১ হাজার ৪৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ কোটি ৭৫ লাখ ৫ হাজার ৭৪৫টি বই বিতরণ করা হচ্ছে। বই বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

বই উৎসবে শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও শিক্ষা বিভাগের কর্মকর্তা, প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print