Home জাতীয় শেখ হাসিনাকে সৌদি বাদশা ও কাতারের আমিরের অভিনন্দন

শেখ হাসিনাকে সৌদি বাদশা ও কাতারের আমিরের অভিনন্দন


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।

এর আগে, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৮টি আসনের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৭টি আসন।