Home জাতীয় ‘নোয়াখালীতে ধর্ষণের ঘটনায় অপরাধী যেই হোক পার পাবে না’

‘নোয়াখালীতে ধর্ষণের ঘটনায় অপরাধী যেই হোক পার পাবে না’


নোয়াখালীতে ধর্ষণের ঘটনায় অপরাধী যেই হোক পার পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কেন্দ্র করে নোয়াখালীতে ধর্ষণের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক তার শাস্তি পেতেই হবে।

আজ বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন ওবায়দুল কাদের।

আমি নেত্রীর মনোভাব জানি জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, এরইমধ্যে পুলিশের আইজির সঙ্গে আমার কথা হয়েছে। ডিআইজি স্পটে গেছেন। তাছাড়া ওই এলাকায় সেনাবাহিনীর যিনি দায়িত্বে ছিলেন তারাও বিষয়টি দেখছেন। তিনি বলেন, এ ঘটনায় অপরাধীকে শাস্তি পেতেই হবে। যারাই অপরাধী তারা কেউ পার পাবে না।