Home ঢাকা ক্যাম্পাস ডাকসু’র গঠনতন্ত্র সংশোধন বিষয়ক সুপারিশ প্রণয়ন কমিটির মত বিনিময় সভা

ডাকসু’র গঠনতন্ত্র সংশোধন বিষয়ক সুপারিশ প্রণয়ন কমিটির মত বিনিময় সভা


 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জন বিষয়ক সুপারিশ প্রণয়ন কমিটির এক মত বিনিময় সভা আজ ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় কমিটির সদস্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় ডাকসুর গঠনতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়।