Home ক্যাম্পাস খবর ঢাবি-এ বিশ্ব হিন্দি ভাষা দিবস পালিত

ঢাবি-এ বিশ্ব হিন্দি ভাষা দিবস পালিত


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আজ ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার বিশ্ব হিন্দি ভাষা দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড. নীপা চৌধুরী উপস্থিত ছিলেন। অতিথিদের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথির ভাষণে বলেন, বিশ্বের বিভিন্ন ভাষার মধ্যে হিন্দি ভাষা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রোমান্টিক ভাষা। দিনে দিনে এই ভাষা জনপ্রিয়তা অর্জন করছে এবং প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। অনুষ্ঠানে হিন্দি ভাষা দিবস উপলক্ষে আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট এবং পুরস্কার প্রদান করা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ———–