Home বিনোদন ফিরে গেলেন তনুশ্রী

ফিরে গেলেন তনুশ্রী

7
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : তনুশ্রী দত্তকে ভুলতে পারবে না বলিউড। ‘#মিটু’ আন্দোলনের হয়ে মুখ খুলে রীতিমত উথাল-পাথাল করে দিলেন বলি পাড়া। তার পথে পা দিয়ে অনেকেই মুখ খুলেছেন নিজেদের যৌন হেনস্থার নিয়ে। এই তনুশ্রীই আবার ফিরে গেলেন। থাকা হলো না ভারতে।

গত কয়েক বছর ধরেই আমেরিকায় বসবাস করে আসছেন তনুশ্রী। অবসর কাটাতে চলে এসেছিলেন ভারতে। এসেই হলেন খবরের শিরোনাম। শিরোনাম শেষে ফিরে গেলেন আমেরিকাতেই।

স্যোশাল মিডিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে ছবি শেয়ার করেছেন তনুশ্রী। তিনি লিখেছেন, ‘আমেরিকা যাওয়ার পথে। প্রায় ছ’মাস পরে ফিরছি। আমার পরিবারকে সবচেয়ে বেশি মিস করব।’

অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী। অভিযোগ অস্বীকার করেছেন নানা। তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন বলি ব্যক্তিত্বের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন এ অভিনেত্রী। গোটা বিষয়টি এখনও বিচারাধীন রয়েছে।

আমেরিকায় পাড়ি দেওয়ার আগে তনুশ্রী সাংবাদিকদের বলেন, ‘এই ছ’মাস আমার জীবনের সবচেয়ে লম্বা ছুটি ছিল। সবচেয়ে মর্মভেদী ছুটি। ছ’মাস আগে আমেরিকায় আমার জীবন কেমন ছিল, আমি তো মনেই করতে পারছি না।’’

image_pdfimage_print