Home ব্রেকিং গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক আজ

গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক আজ

SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন শনিবার (১২ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছেন।

রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে করবেন কামাল হোসেন।

বৈঠকে মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে গণফোরামের বিজয়ী দুই প্রার্থীর শপথ গ্রহণ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে গণফোরামের বর্ধিত সভা হয়েছিল গত ৫ জানুয়ারি। সেখানে জেলার নেতারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছিলেন। ওই বৈঠকে নেতাদের দেয়া মতামতগুলো নিয়ে কেন্দ্রীয় কমিটির নেতারা আলোচনা করে ভবিষ্যত করণীয় নির্ধারণ করবেন বলে জানা গেছে।