Home বিনোদন দীপিকা-রণবীরের দাম্পত্যে ফাটল!

দীপিকা-রণবীরের দাম্পত্যে ফাটল!


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বিয়ের পর এখনও মধুচন্দ্রিমাই সম্পন্ন হয়নি। এরইমধ্যে বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোনের সম্পর্কে চিড় ধরেছে বলে খবর বেরিয়েছে। স্ত্রীকে নিয়ে রণবীরের এক বক্তব্য ঘিরে এ গুঞ্জনের সূত্রপাত।

মাস দুয়েক আগেই তাদের বিয়ে হয়েছে। এখনও দু’জনের ইনস্টাগ্রামে শোভা পাচ্ছে তাদেন প্রেমের, বিয়ের ছবি ও ভিডিও।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দীপিকা অভিযোগ করেছেন, তার স্বামী তার সঙ্গে সংসার করার পরও অন্য কোনও নারীর সঙ্গে সময় কাটাচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘আমি সে সময় যশরাজে ছিলাম। রণবীরও ছিল। ও ফ্লার্ট করত আমার সঙ্গে। কিন্তু আমি জানতাম ও অন্য এক নারীর সঙ্গে ডেট করে।’

যদিও দীপিকার বক্তব্য ভিক্তিহীন বলে উড়িয়ে দিয়ে অপর এক সাক্ষাৎকারে রণবীর বলেছেন, ‘দীপিকা উল্টা-পাল্টা কথা বলেছে। এমন কিছু হলে দীপিকাই সবার আগে জানতো।’

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর তারা বিয়ে করেছে। কিন্তু এর আগে কখনও কেউ কাউকে নিয়ে কোনও মন্তব্য বা সমালোচনা করেননি। হঠাৎ পরস্পর বিরোধী মন্তব্যে বি-টাউনে দীপ-বীরের দাম্পত্যে চিড় ধরার গুঞ্জন উঠে।