Home অন্যান্য কুলখানি অনুষ্ঠানে যাওয়া হলো না লিলি’র মতলব উত্তরে ইজি বাইকের সাথে উড়না...

কুলখানি অনুষ্ঠানে যাওয়া হলো না লিলি’র মতলব উত্তরে ইজি বাইকের সাথে উড়না পেছিয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃত্যু


শামসুজ্জামান ডলার, মতলব উত্তর (চাঁদপুর)সংবাদদাতাঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইজি বাইকের চাকার সাথে উড়না পেছিয়ে লিলি আক্তার (৮) নামে শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২০ জানুয়ারি) আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার ঠাকুরচর খানবাড়ি মসজিদের সামনে সড়কে এই দূর্ঘটনা ঘটে।
শিশু লিলি আক্তার উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আক্তার প্রধান। লিলি আক্তার সাদুল্লাপুর মঈনীয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, সকালে ওই শিশু বাড়ী থেকে আত্মীয় বাড়ীতে কুলখানি অনুষ্ঠানে যাওয়ার পথে ইজিবাইকের সাথে উড়না পেছিয়ে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।