বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পকেট কাটার টাকায় বর্ণাঢ্য র্যালি করেছে সরকার। এটা জনগণের সঙ্গে মশকরা করা হয়েছে।
সোমবার (২১ জানুয়ারি) নয়াপল্টনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, তারা এবার মহাভোট ডাকাতি করেছে। ভোটাধিকার হারা জনগণ ব্যথিত, বিমর্ষ ও বাক্যহারা তখন তাদেরকে নিয়ে এ ধরনের বক্তব্য নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়। জনগণ নাকি এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তার এমন বক্তব্যে জনগণ হাসবে না কাঁদবে তা তারা ভেবে পাচ্ছে না।
রিজভী আরও বলেন, নোয়াখালীর কবিরহাটের স্থানীয় যুবদল নেতার স্ত্রীর নির্যাতনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ধানের শীষের ভোট দেয়ার অপরাধে সুবর্ণ চরের নির্যাতিতা পারুল বেগমের আহাজারি ও গোঙানি থামতে না থামতেই নোয়াখালীর কবিরহাটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে মা ও ছেলেমেয়েদের জিম্মি করে তিন সন্তানের মাকে স্থানীয় যুবলীগের কর্মীরা গণধর্ষণ করেছে।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।