Home ব্রেকিং ৫ ঘণ্টা পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

৫ ঘণ্টা পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ঘন কুয়াশার কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে ভোর রাতে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ঘাটের টিএস ফিরোজ আলম গণমাধ্যমকে জানান, ঘন কুয়াশায় পদ্মার দিক নির্দেশনা বাতিগুলো সঠিকভাবে দেখা না যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ সময় প্রায় চারশ যানবাহন উভয় পাশে আটকে পড়ে। এছাড়া মাঝ নদীতেও পাঁচটি ফেরি আটকে পড়ে।

কুয়াশা কমে গেলে আজ সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।