Home ব্যাংক-বীমা শাহ্ধসঢ়;জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং যুক্তরাজ্য ভিত্তিক ব্রাক স্ব্যাজন এক্সচেঞ্জ লিমিটেড

শাহ্ধসঢ়;জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং যুক্তরাজ্য ভিত্তিক ব্রাক স্ব্যাজন এক্সচেঞ্জ লিমিটেড

SHARE

২৭ জানুয়ারি ২০১৯ইং তারিখে শাহ্ধসঢ়;জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর করপোরেট প্রধান
কার্যালয়ে শাহ্ধসঢ়;জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক স্ব্যাজন এক্সচেঞ্জ লিমিটেড
(ইজঅঈ ঝধধলধহ ঊীপযধহমব খরসরঃবফ, টক)-এর সাথে রেমিটেন্স সম্পর্কিত বিষয়ে একটি
চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্ধসঢ়;জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও
জনাব এম. শহীদুল ইসলাম ও ব্র্যাক স্ব্যাজন এক্সচেঞ্জ লিমিটেড (ইজঅঈ ঝধধলধহ ঊীপযধহমব
খরসরঃবফ, টক)-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আব্দুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের
পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্ধসঢ়;জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর উপ-
ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. আখতার হোসেন, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন
এর প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা সিমু, ইন্টারন্যাশনাল ডিভিশন এর প্রধান জনাব
মোহাম্মদ আব্দুল মজিদ-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধŸতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত চুক্তির আওতায় এখন থেকে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীগণ তাদের উর্পাজিত অর্থ দ্রুত,
সহজে ও নিরাপদে শাহ্ধসঢ়;জালাল ইসলামী ব্যাংকের সকল শাখার মাধ্যমে তাদের
আপনজনদের/সুবিধাভোগীদের নিকট প্রেরণ করতে পারবেন।