Home বিনোদন কনিষ্ঠ অভিনেত্রী হয়েও মাথায় সুন্দরীর মুকুট!

কনিষ্ঠ অভিনেত্রী হয়েও মাথায় সুন্দরীর মুকুট!


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বিশ্বের সবচেয়ে কম বয়সী সুন্দরী অভিনেত্রী তিনি। অভিনয়ের কোন পারিবারিক ব্যাকগ্রাউন্ড নেই তার। তবুও অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন ঊর্বশী রাউতেলা।

সম্প্রতি বলিউডের এই কনিষ্ঠ অভিনেত্রীকেই দেয়া হয়েছে ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ সুন্দরী অভিনেত্রীর পুরস্কার। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসন এবং পর্যটন মন্ত্রক এই পুরস্কার দিয়েছে।

শুধু অভিনয় নয় নাচেও তার সমান পার্দশিতা। ‘আশিক বনায়া আপনে’ গানে অসাধারণ তার পারফরম্যান্স দেখে মুগ্ধ সবাই।

ইনস্টাগ্রামে ভীষণ সক্রিয় তিনি। সব সময়ই ইনস্টাগ্রামে নিজের ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন। এই অ্যাওয়ার্ড পাওয়ার পর তিনি ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন।

ঊর্বশী লিখেছেন, ‘প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে এই অ্যাওয়ার্ড পাওয়াতে আমি খুব খুশি। আমাকে এই সম্মান দেওয়ার জন্য আন্দামান এবং নিকোবর দীপপুঞ্জের প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য তাকে শেষ দেখা গিয়েছিল ‘হেট স্টোরি ৪’-এ।