Home আন্তর্জাতিক ফ্রান্সে ভবনে আগুন লেগে নিহত ৭

ফ্রান্সে ভবনে আগুন লেগে নিহত ৭

SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম প্যারিসে একটি আটতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে প্যারিসের একটি আবাসিক এলাকার এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ২৭ জন।

মঙ্গলবার সকালে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম এএফপি এ খবর জানিয়েছে। ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানিয়েছেন, ভবনের আটতলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা সাততলায় ছড়িয়ে পড়লে সাতজন নিহত হন।

তিনি আরও জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দগ্ধ ২৭ জনের মধ্যে ফায়ার সার্ভিসের তিন কর্মীও রয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র: বিবিসি ও এএফপি