Home ব্রেকিং জয়পুরহাটে প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক

জয়পুরহাটে প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক

SHARE

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট পৌরশহরের বৈরাগী মোড় এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক এ রায় প্রদান করেন।

আটকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকার বিলাস দাসের ছেলে ধ্রুব দাস, একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আরমান অভি, রতন খন্দকারের ছেলে অর্ণব খন্দকার ও বিকাশ দাশের ছেলে দ্বীপ দাস।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, ওই চারজন প্রশ্নফাঁস চক্রের সদস্য। তারা এবারের এসএসসি পরিক্ষার্থীদের মোবাইল ফোনে প্রশ্নপত্র দেয়ার কথা বলে বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। শহরের বৈরাগী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।