Home ক্যাম্পাস খবর ঢাবি উপাচার্যের সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠক মহান শহীদ দিবস ও ডাকসু নির্বাচন...

ঢাবি উপাচার্যের সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠক মহান শহীদ দিবস ও ডাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে


 

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :

নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়ার
নেতৃত্বে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ গতকাল ১১ ফেব্রুয়ারি ২০১৯
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের
সঙ্গে তার বাসভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের
প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সহ প্রক্টরিয়াল টিমের সদস্যগণ
উপস্থিত ছিলেন। এছাড়া, সভায় ডাকসু’র চিফ রিটার্নিং কর্মকর্তা
অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালনের জন্য কেন্দ্রীয় শহীদ
মিনার এবং সংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা করা হয়।
এছাড়া, আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ
(ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সার্বিক আইন-শৃঙ্খলা ও
নিরাপত্তা আরও জোরদার করার ব্যাপারে মতবিনিময় করা হয়। এতদ্ধসঢ়;বিষয়ে সভায়
পুলিশের অধিকতর সহযোগিতা প্রত্যাশা করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ
কমিশনার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন
পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমকে সহযোগিতা করবে বলেও সভায়
জানানো হয়।

—————