Home আন্তর্জাতিক জিম্বাবুয়ের স্বর্ণখনি থেকে ২৪ মৃতদেহ উদ্ধার

জিম্বাবুয়ের স্বর্ণখনি থেকে ২৪ মৃতদেহ উদ্ধার

SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :জিম্বাবুয়েতে বন্যায় প্লাবিত হওয়া দুটি স্বর্ণখনি থেকে ২৪ শ্রমিকের মৃতদেহ ও ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জিম্বাবুয়ের সরকারি কর্মকর্তাদের আশঙ্কা, খনিতে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারে।

জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ব্যাটলফিল্ডস খনিতে এখনো উদ্ধার অভিযান অব্যাহত আছে।

দুর্ঘটনাকবলিত দুই খনি জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত কাদোমা শহরের কাছে অবস্থিত।

জীবিত উদ্ধার হওয়া শ্রমিকদের হাসপাতালে নেয়ার আগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাদের অবস্থা স্থির আছে। সূত্র: আই উইটনেস নিউজ