Home বিনোদন মানুষের ভালবাসা পাওয়ার জন্য ছোটবেলা থেকে অভিনয় ও গল্প কবিতা লিখে আসছে...

মানুষের ভালবাসা পাওয়ার জন্য ছোটবেলা থেকে অভিনয় ও গল্প কবিতা লিখে আসছে এই গুণি ব্যক্তি।

4
0
SHARE

মোঃ রবিউল ইসলাম জুয়েল  :
দর্শক প্রিয় বর্তমান সময়ের নির্মাতা অভিনেতা ও লেখক সুজন
অতিথী
জন্ম সাবেক ঢাকা জেলা বর্তমান ১৪নং ওয়ার্ড, গাজীপুর
মহানগর।
মানুষের ভালবাসা পাওয়ার জন্য অভিনয়ের পাশা-পাশি ছোট বেলা
থেকে গল্প কবিতা লিখে আসছেন তিনি। তাহার উল্লেখযোগ্য মঞ্চ
নাটকের মধ্যে সাদাসিঁধুর, নেশার বোতল, নিলকন্ঠ, শয়তানের মায়া
কান্না, নবমুক্তিযোদ্ধা ইত্যাদি মরহুম সাজ্জাদ আলম রচিত এসএম
সাইদুর রহমান পরিচালিত তাহার অভিনীত নাটক প্রচারিত হয়
বিজয় টিভিতে এমনওতো প্রেম হয়। তাহার কথা ও সূরে শিল্পী
সরলরেখার কন্ঠে এস, এ টিভিতে প্রচারিত গান গুলোর মধ্যে
উল্লেখযোগ্য ডিজিটাল প্রেমিক, আজনিশিতে, উথালা
যৌবন, নতুন কুঞ্জ ইত্যাদি। তাহার প্রচারিত ও প্রচারের অপেক্ষিত
নাটক ও টেলিফ্লিমের মধ্যে উল্লেখযোগ্য সবুজ সরদার
প্রযোজিত নাটক, তিতামধু, রাঙ্গাছুরি, চোরপ্রহরী,
মিডিয়াবস, মঞ্জুর মোরশেদ পলাশ প্রযোজিত টেলিফ্লিম নিল
আত্মা, রংঢং মাল্টিমিডিয়া প্রযোজিত নাটক নুরবানু, মঙ্গল
গ্রহের বাসিন্দা, বাবু হরিদাস প্রযোজিত নাটক ঘোমটা।
গত ঈদে বিজয় টিভিতে প্রচারিত নাটক মঙ্গল গ্রহের বাসিন্দা
বেশ আলোরন করছে তাহার সাথে ভাল অভিনয় করছে সাদ্দাম
হোসেন, ইসরাত জাহান সুরভী, সাদিয়া মৌ, সবুজ সরদার,
আহসানুল হক মিনু, শিউলি আক্তার, মনির হোসেন ও হুমায়ুন
কবিরসহ অনেকে। তাহার গল্পে ও ডিরেকশনে মাসুম আজিজ,
গাজী রাকায়েত, ফারহানা মিলি, হুমায়ারা হিমু, সুজাত শিমুল,
আমিন আজাদ, সিদ্দিকুর রহমান, সাবিহা জামান, আফরোজা
হক, রেহানা জলি, আহসানুল হক মিনু, শিউলি আক্তার,
হাসিমুনসহ অনেক গুনি শিল্পী অভিনয় করছে। তাহার রংঢং
মাল্টিমিডিয়াসহ অনেক ইউটিউব চ্যানেলে অসংখ্য ছোট বড়
গল্প আছে। চলচিত্র নির্মানের জন্য কালেশ্বর ও কলিজা নামে দুটি

স্কিপ্ট লিখে রাখছেন। টিভিতে একটি জন প্রিয় ধারাবাহিক
নাটক করার ইচ্ছায় গল্প লেখা শুরু করছেন মানুষের হৃদয়ে আজীবন
বেচে থাকার জন্য উক্ত গুণি ব্যক্তি সকলের দোয়া ও সহযোগিতা
কামনা করে।

image_pdfimage_print