Home বিনোদন ভালো ভালো কাজ করে দর্শকের মন জয় করতে চান “প্রীতি জান্নাত মিষ্টি”

ভালো ভালো কাজ করে দর্শকের মন জয় করতে চান “প্রীতি জান্নাত মিষ্টি”


মোঃ রবিউল ইসলাম জুয়েল : বর্তমানের মডেল ও অভিনেত্রী “প্রীতি জান্নাত মিষ্টি” সাম্প্রতি তিনি কিছু টিভি নাটক,মিউজিক ভিডিও,শর্ট ফিল্ম,আর্ট ফিল্ম ও বিজ্ঞাপন চিত্রে অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি ভালোকাজের জন্য নিয়মিত অনুশীলন করে চলেছেন।তিনি ইতিমধ্যে বিভিন্ন জনপ্রিয় ম্যাগাজিনের মডেল হয়েছেন, নিয়মিত ফটোশুট করছেন। তিনি ভবিষ্যতে দর্শক প্রিয় ও গুনী অভিনেত্রী হতে চান। ভালো ভালো কাজ করে দর্শকের মন জয় করতে চান, নিজেকে দক্ষ এবং পারদর্শী করে তুলতেচান সব দিক থেকেই এই অভিনেত্রী।