Home ব্রেকিং আগামীকাল শপথ নিতে পারেন সুলতান মনসুর ও মোকাব্বির

আগামীকাল শপথ নিতে পারেন সুলতান মনসুর ও মোকাব্বির


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার শপথ নিতে পারেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যপদে বিজয়ী সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির হোসেন। তাদের শপথের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে সংসদ সচিবালয়।

সুলতান মোহাম্মদ মনসুর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন। আর মোকাব্বির হোসেন সিলেট-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন নিয়ে জয়ী হয়েছেন।

জানা গেছে, দলীয় সিদ্ধান্তের বাইরে এসে ধানের শীষ প্রতীকে নির্বাচিত অপর ৫ সদস্য শপথ না নিলেও একাদশ সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুলতান ও মোকাব্বির।

৭ মার্চ বেলা সাড়ে ১১টায় স্পিকারের কার্যালয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খানের শপথ অনুষ্ঠান হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়াবেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।