Home আইন/আদালত ফখরুলসহ বিএনপি নেতাদের জামিন স্থগিতে আদেশ ১১ এপ্রিল

ফখরুলসহ বিএনপি নেতাদের জামিন স্থগিতে আদেশ ১১ এপ্রিল


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৪ শীর্ষ নেতাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে আদেশের জন্য আগামী ১১ এপ্রিল ঠিক করেছন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

তিনি জানান, আজ আদেশের নির্ধারিত দিনে অ্যাটর্নি জেনারেলের সময় আবেদনের কারণে জামিনের বিষয়ে আদেশের জন্য আগামী ১১ এপ্রিল দিন ঠিক করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া জামিন পাওয়া নেতারা হলেন- ব্যারিস্টার মওদুদ আহমদ, অন্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর কসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও ড্যাব নেতা ডাক্তার এম জেড জাহিদ,শাহিদ বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।