Home ক্যাম্পাস খবর বাকৃবি’তে দু’দিন ব্যাপি আন্তঃবিশ্ববিদ্যালয় কৃষি বিতর্ক উৎসব

বাকৃবি’তে দু’দিন ব্যাপি আন্তঃবিশ্ববিদ্যালয় কৃষি বিতর্ক উৎসব


ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দু’দিন ব্যাপি আন্তঃবিশ্ববিদ্যালয় কৃষি বিতর্ক উৎসব শুরু হয়েছে। দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের ২০ টি দল এতে অংশ নিচ্ছে।

শুক্রবার (০৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাকৃবি ডিবেটিং সংঘের আয়োজনে ওই উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।

বাকৃবি ডিবেটিং সংঘের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ছোলায়মান আলী ফকির। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ডিবেটিং সংঘের সহ-সভাপতি সহযোগী অধ্যাপক ড. আলেয়া ফেরদৌসী।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ডিবেটিং সংঘের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন।

আয়োজক কমিটি সূত্র জানায়,দ্বিতীয়বারের মতো আয়োজিত ওই উৎসবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ১২ টি বিশ্ববিদ্যালয় থেকে ২০ টি দল অংশ নিয়েছে। আগামী ৯ মার্চ সন্ধ্যায় কৃষি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।