Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় বন্যা-ভুমিধস : নিহত বেড়ে ৮৯

ইন্দোনেশিয়ায় বন্যা-ভুমিধস : নিহত বেড়ে ৮৯

SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ভারী বৃষ্টিজনিত কারণে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে বন্যা ও ভুমিধসের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরো অনেকে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরো জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত বাড়িঘরের ধ্বংসস্তুপ থেকে ৮৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৪৯ জনকে।

তিনি জানান, এখনো ৭৪ জন নিখোঁজ রয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেনটানি অঞ্চল। সেখানে পাহাড় থেকে ভূমিধস হয়ে মাটি ও গাছপালা উপড়ে বাড়িঘরের ওপর পড়েছে।