Home চট্রগ্রাম ক্যাম্পাস সিভাসু’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্্যাপন

সিভাসু’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্্যাপন


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদ্্যাপিত হয়েছে।

উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ-এর নেতৃত্বে মঙ্গলবার সকাল ৮.০০টায় একযোগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপাচার্য শহীদ মিনার, বঙ্গবন্ধু ম্যুরাল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। উপাচার্যের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী ইউনিয়ন, অনুষদ, আবাসিক হল এবং প্রগতিশীল শিক্ষক ফোরামসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সকাল ৯টায় ছাত্র বনাম শিক্ষক, সাড়ে ১০টায় ছাত্রী বনাম শিক্ষিকা-মহিলা কর্মকর্তা এবং দুপুর ১২টায় ছাত্র বনাম কর্মকর্তা প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের প্রীতি ফুটবল খেলা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাতে ছাত্র হল ও ছাত্রী হলে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।