Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :   আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৫ টি কো¤পানির ৮ কোটি ৬০ লক্ষ ৪৫
হাজার ৬০৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে
আজ মোট লেনদেনের পরিমাণ ৩৫২ কোটি ১৩ লক্ষ ৩৪ হাজার ৬৬৪ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (উঝঊঢ) আগের কার্যদিবসের চেয়ে ৬২.০০
পয়েন্ট বেড়ে ৫৩২১.৪১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৭.০৭ পয়েন্ট
বেড়ে ১৮৯৭.৫৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (উঝঊঝ) ১০.৫৮
পয়েন্ট বেড়ে ১২২৭.৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির
মধ্যে দাম বেড়েছে ২৪৮ টির, কমেছে ৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে
৪০ টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:-
বিএসসিসিএল, ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিকস, ফরচুন
সুজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ন্যাশনাল টিউবস, স্টান্ডার্ড
সিরামিক্স, ইস্কয়ার নিট কম্পোজিট, মুন্নু স্টাফলার ও ইস্টার্ন ক্যাবলস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- বাংলাদেশ শিপিং
কর্পোরেশন, ইউনাইটেড ইন্সুরেন্স, এ্যাকটিভ ফাইন, ইস্টার্ন ক্যাবলস,
ডেফোডিল কম্পিউটার্স, পেনিনসুলা চিটাগাং, লিগ্যাসী
ফুটওয়্যার, স্টান্ডার্ড সিরামিক, সায়হাম কটন ও হাক্কানী পাল্প।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- সাভার
রিফেক্ট্রোরিজ, নর্দার্নজুট, রেকিট বেনকিজার, মেঘনা পেট, এশিয়া
ইন্সুরেন্স, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল
অগ্রণী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইমারেল্ড অয়েল, জনতা ইন্সুরেন্স ও
কেপিপিএল।