Home ব্রেকিং জাতীয় শিক্ষক মরহুম ওয়ালি উল্লাহ্‌ পাটোয়ারী স্যারের ১২৪ তম জন্ম বার্ষিকী উদযাপন...

জাতীয় শিক্ষক মরহুম ওয়ালি উল্লাহ্‌ পাটোয়ারী স্যারের ১২৪ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে

SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে (ঢাকায়) অদ্য ২৬/০৪/২০১৯ তারিখ
সকাল ১০.০০ টায় (রোজ শুক্রবার) আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।সভায়
সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শহীদুল্লাহ্‌।ওয়ালি উল্লাহ্‌ পাটোয়ারী স্মৃতি সংসদ
এর সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ জাকির হোসেন জামাল এর সঞ্চালনায়
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন BUET,IUT ও UNIVERSITY OF
ASIA PACIFIC এর সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ আব্দুল মতিন
পাটোয়ারী।তিনি উক্ত প্রতিষ্ঠান সমূহে ২৩ বছর কর্মরত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর আর.আই.সরকার,ইস্টার্ন
ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ আমিনুল হক,খাদ্য
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সরকার আবুল কালাম আজাদ।স্থপতি ইকবাল হাবীব।
জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে সিপিডির সম্মানিত
সিনিয়র রিসার্চ ফেলো,প্রফেসর ডঃ মোস্তাফিজুর রহমান,জাতীয় প্রেস ক্লাবের
সম্মানিত সভাপতি জনাব সাইফুল আলম,বিশিষ্ট সঙ্গীত শিল্পী দিনাত জাহান
মুন্নি,সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান ইমাম ও ডঃ লোকমান হোসেন এবং সংগঠনের
সংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন।
বক্তারা বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রভূত মান উন্নয়নের জন্য কথা বলেন।এ
প্রসঙ্গে দুইবারের জাতীয় শিক্ষক মরহুম ওয়ালি উল্লাহ্‌ পাটোয়ারীর মতো
সৎ,সাহসী,প্রজ্ঞাবান ও আদর্শ শিক্ষক ও সুশিক্ষকের প্রয়োজনীয়তা প্রত্যাশা
করেন।WP–স্যারের স্মৃতি রক্ষার জন্য ওয়ালি উল্লাহ্‌ পাটোয়ারী স্মৃতি সংসদ-মতলব
স্কুল ও মতলব গার্লস স্কুলের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা-২০১৯ পরিচালনা
করেন।মেধাবীদের ২০১৮ সালে যারা গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন তাদেরকে ক্রেস ও
উপহার প্রদান করে উৎসাহ দেন।মান সম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ
ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ করেন।নিজেরাও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন
বলে দৃড়ভাবে মতামত প্রকাশ করেন।সম্মানিত বয়োজেয়ষ্ঠদেরকে শিক্ষায় ও
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ক্রেস উপহার দেওয়া হয়।