Home ব্রেকিং সুন্দরবনে বাঘের সঙ্গে লড়ে বেঁচে গেলেন আশরাফুল

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়ে বেঁচে গেলেন আশরাফুল

2
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : সুন্দরবনের নদীতে বাঘের সঙ্গে লড়াই করে সুন্দরবন থেকে প্রাণ নিয়ে ফিরলেন জেলে আশরাফুল (৩০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ মে) সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আঠারোবেকি নদীর রাজাখালি খালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুন্দরবনের নদীতে সহোদর ভাইয়ের বৈঠার আঘাতে জেলে আশরাফুলকে ক্ষতবিক্ষত অবস্থায় ছেড়ে দিয়ে পালিয়ে যায় বাঘ। সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরতে গিয়ে এ ঘটনার শিকার হয় তারা।

এ ব্যাপারে সুন্দরবন বিভাগের সহকারি বন সংরক্ষণ জিএম রফিকুল ইসলাম জানান, বনবিভাগের পাস নিয়ে দুই ভাই খোকন ও হাফু একটি ডিঙ্গি নৌকায় বসে নদীতে কাঁকড়া ধরছিল। এ সময় একটি বাঘ পেছন দিক থেকে এসে বড় ভাই আশরাফুল ইসলাম খোকনের ঘাড় মটকে ধরে। এ সময় ছোট ভাই হাফু হাতে থাকা বৈঠা দিয়ে বাঘের মাথায় সজোরে আঘাত করে। তখন বাঘটি আত্মরক্ষার্থে খোকনকে ছেড়ে দ্রুত বনের মধ্যে পালিয়ে যায়। খবর পেয়ে বনবিভাগের লোকজন তাদের উদ্ধার কাজে সহায়তা দেয়।

image_pdfimage_print