Home জাতীয় সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : সদ্য প্রয়াত একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

আজ মঙ্গলবার এক শোকবার্তায় প্রয়াত শিল্পী সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন রাষ্ট্রপতি। সেইসঙ্গে শিল্পীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য গভীর সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘ সুবীর নন্দীর মৃত্যু বাংলাদেশের সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

উল্লেখ্য,বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুবীর নন্দীর মেয়ে জামাতা রাজেশ শিকদার।