Home ক্যাম্পাস খবর ঢাবি’র ৫২তম সমাবর্তন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাবি’র ৫২তম সমাবর্তন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

5
0
SHARE

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ ২৫
জুলাই ২০১৯ বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত
হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড.
মুহাম্মদ সামাদ, সিনেট-সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয়
চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ অফিস
প্রধানগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ৫২তম সমাবর্তন
বর্ণাঢ্যভাবে আয়োজনের ক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য
সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে
সম্পন্ন করার লক্ষ্যে সভায় ১টি নির্বাহী কমিটি, ১টি ব্যবস্থাপনা কমিটি
এবং ২৬টি উপ-কমিটি গঠন করা হয়।
গত ৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখ থেকে আগামী ১৮ আগস্ট ২০১৯ তারিখের
মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল অর্জনকারী গ্র্যাজুয়েট ও
পদকপ্রাপ্তগণ ৫২তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। এই সমাবর্তনে
অংশগ্রহণের জন্য গত ২১ জুলাই ২০১৯ তারিখ থেকে যঃঃঢ়://পড়হাড়পধঃরড়হ.ফঁ.ধপ.নফ
-এর মাধ্যমে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগামী ১৮ আগস্ট ২০১৯ তারিখ রাত
১২টা পর্যন্ত আবেদন করা যাবে। ইতিমধ্যেই ৫২তম সমাবর্তনের বিজ্ঞাপন
পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও সমাবর্তনের বিস্তারিত তথ্য
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে।
উল্লেখ্য, এই সমাবর্তন আগামী ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার অনুষ্ঠিত
হবে। মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদের
সভাপতিত্বে অনুষ্ঠেয় ৫২তম সমাবর্তনে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়
ইনস্টিটিউট ফর কসমিক রে রিসার্চ-এর পরিচালক এবং নোবেল বিজয়ী
পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. তাকাকি কাজিতা সমাবর্তন বক্তা হিসেবে
উপস্থিত থাকবেন। সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে ‘ডক্টর অব লজ’ (উড়পঃড়ৎ ড়ভ
খধংি) ডিগ্রি প্রদান করা হবে।

image_pdfimage_print