Home জাতীয় ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মাস লাগবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মাস লাগবে: স্বাস্থ্যমন্ত্রী

1
0
SHARE

cবিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (০৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হাসপাতালে পৌঁছে স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু আক্রন্ত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় তিনি চিকিৎসক ও নার্সদের বিভিন্ন নির্দেশনা দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ মালেক বলেন, সবার প্রচেষ্টা এবং সচেতনতার কারণে ডেঙ্গু আক্রান্তের হার কমেছে। যার যার বাড়ি আর আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করলেই দ্রুত এটি নির্মূল হয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে সবাই কাজ করছে। তাই পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক মাস সময় লাগবে।

ঈদের সময় সরকারি হাসপাতালের মতো বেসরকারি হাসপাতালেও ডেঙ্গু চিকিৎসাসেবা অব্যাহত রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।