Home ব্রেকিং মতলব উত্তর চরকালিয়া ক্রীড়া সংস্থার ফুটবল টুর্নামেন্টে ইমন একাদশ চ্যাম্পিয়ান

মতলব উত্তর চরকালিয়া ক্রীড়া সংস্থার ফুটবল টুর্নামেন্টে ইমন একাদশ চ্যাম্পিয়ান

SHARE
  1. মতলব উত্তর চরকালিয়া ক্রীড়া সংস্থার আয়োজনে চরকালিয়া ফুটবল টুর্নামেন্টে ইমন একাদশ চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে।

শুক্রবার বিকালে মতলব উত্তর চরকালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উত্তেজনাপূর্ন ফাইনালের নির্ধারিত সময় ২-২ গোলে অমিমাংসীতভাবে শেষ হলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ইমন ফুটবল একাদশ রুবেল একাদশকে (৩-২) গোলের ব্যবধানে পরাজিত করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করে আজহার উদ্দিন মিন্টু এবং সহকারী রেফারীর দায়িত্ব পালন করে সুকুমার মন্ডল ও রাকিব হোসেন।

সন্ধ্যার পর চরকালিয়া ক্রিড়া সংস্থার অফিসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার। এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও ফরাজীকান্দি কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা লিটন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ সরওয়ার ও বাকির হোসেন প্রধান, ফরাজীকান্দি ইউপি তথ্যকেন্দ্রের উদ্যোক্তা শাওন হাসান, রাসেল, সবুজ প্রমূখ।

ইমন ফুটবল একাদশঃ- ইমন, নাজমুল, আকাশ, সোয়েব, রিয়াদ, খবির, গাজ্জালি, মুন্না, অপি, মনি।

রুবেল ফুটবল একাদশঃ- রুবেল, রাসেল, শাহাদাত, মমিন, সুমন মুন্সি, ওয়াসিম, সুমন, কামাল, মনা, সাজ্জাদ, সবুজ।