Home ব্রেকিং ভাইয়ের হাতে ভাই খুন

ভাইয়ের হাতে ভাই খুন


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গোপালপুর গ্রামে ছোট ভাই ইসরাইলের ছুরিকাঘাতে বড় ভাই ইসমাইল হোসেন (৩৭) নিহত হয়েছেন। রবিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইসমাইল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইসমাইল ও ইসরাইল উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। গত শনিবার রাতে দ্বন্দ্ব নিরসনে পারিবারিক শালিসের আয়োজন করা হয়। শালিসে দুই ভাইয়ের বাক বিতন্ডার এক পর্যায়ে ছোট ভাই ইসরাইল বড় ভাই ইসমাইলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ইসমাইলকে রাতেই বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার ইসমাইলের মৃত্যু হয়।